বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

আপনার ব্লগে বা সাইটে মিউজিক প্লেয়ার এড করে ভিজিটর দের গান শুনান।

ইন্টারনেটে মিউজিক এবং মিউজিক প্লেয়ারের অভাব নেই।

এমনকি বর্ণনাসহ পাবেন যদি কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিন গুলাতে সার্চ দেন। যদি আপনার কোনো ব্লগ বা ওয়েব সাইট থাকে এবং সেখানে কোন গান বা ক্লিপ লাগাতে চান যাতে ভিজিটর তাদের ইচ্ছা মত প্লে করতে পারে তাহলে এই পোস্ট আপনার জন্য ১০০% কাজে দিবে বলে আমার মনে হয়। আপনাকে মনে রাখতে হবে এটা swf প্লেয়ার। নিজের পিসিতে যেমন এডোবি ফ্লাশ থাকা লাগবে অপরদিকে ভিসিটরের পিসিতেও ফ্লাশ থাকতে হবে। এখন নিচের কোড টি কপি করে আপনার ব্লগ বা ওয়েব সাইটে যেখানে দেখাতে চান সেখানে এড করুন।

কোডঃ

সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


This entry was posted in ওয়েব ডিজাইনিং and tagged . Bookmark the permalink

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন