শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

নাম ছাড়া ফোল্ডার তৈরী করুন.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের মাঝে এলাম নাম ছাড়া ফোল্ডার তৈরী করবেন যেভাবে … 


নাম ছাড়া ফোল্ডারবানাতে চাইলে নিচেরনিয়মটি অনুসরন করুন-


1. একটি ফোল্ডারতৈরি করুন যে কোননামে।


2.এবার ফোল্ডারটি সিলেক্টকরে কী-বোর্ড থেকে F2 চাপুনঅথবা ফোল্ডারটির উপরমাউসের রাইটবাটনক্লিক করে Rename এ ক্লিককরুন।


3. এবার কী বোর্ডথেকে Alt(right)কীচেপে ধরে রেখে কীপ্যাডহতে 0160 চাপুন।


4. Altকী ছেড়ে দিন।তাহলে ফোল্ডারেরনামটি মুছে যাবে তখনকী বোর্ডহতে Enter প্রেস করুন।


5. ব্যাস কাজ শেষ,নামছাড়া ফোল্ডার তৈরী।


পিসির হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে নিন খুব সহজে !!

আসসালামু অলাইকুম বন্ধুরা , আজকে আমি আপনাদের সাথে দারুন একটি ডাটা রিকভারি সফটওয়্যার শেয়ার করবো । এর আগেও আমি সুন্দর একটি ডাটা রিকভারি সফটওয়্যার শেয়ার করেছিলাম সেটাও খুব কাজের তেমনি আজকের টাও দারুন । আজকের ডাটা Recovery সফটওয়্যারটির নাম MiniTool Power Data Recovery একদম লেটেস্ট সঙ্গে ফুলভার্সন টিপস । কি কি রিকভারি করতে পারবেন একনজর দেখে নিন – আপনি এই ডাটা Recovery সফটওয়্যার ব্যবহার করে আপনার ডিলিট যেকোনো ফাইল , ভিডিও , পার্টিশন কড়া ড্রাইভ ডাটা , সিডি – ডিভিডি ডাটা , মেমোরি ডাটা ইত্যাদি ডিলিট ডাটা খুবি সহজে ফিরিয়ে আনতে পারবেন । তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে ফুলভার্সন ব্যবহার করবেন ।

উপরের ফটো দেখে বুঝতেই পারছেন ঠিক কি কি সুবিদা পাছেন সফটওয়্যারটিতে চিন্তা নেই নিচে আরও বিস্তারিত দেওয়া হল ।

অফিসিয়াল লিঙ্ক নিচে

কিভাবে ফুলভার্সন করবেন !
  • প্রথমে উপর থেকে সফটওয়্যার ডাউনলোড করুন ।
  • এবার সাধারন ভাবেই ইন্সটল করুন ।
  • এবার সফটওয়্যার টিকে ওপেন করে Register এ ক্লিক করুন ।
  • এবার নিচের সিরিয়াল নাম্বার গুলো সেখান বসিয়ে Register এ ক্লিক করুন ।
সিরিয়াল কী পেতে এখানে ক্লিক করুন

সিস্টেম Requirements:
486 processor
IDE/SATA/SCSI hard drive
256 MB RAM (512 MB recommended)
A mouse is required.
A second hard disk is recommended for recovery.
☞ সফটওয়্যার এর ব্যবহার খুবি সাধারন যেধরনের ফাইল রিকভারি করতে চান তাতে ক্লিক করুন ব্যাস বাকি নিজেরাই বুঝতে পারবেন , তাছাড়া কোন সমস্যা হলে আমি আছি যানাবেন আমি হেল্প করবো ।
তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ্‌ হাফেজ ।