সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

আসুন একটি Restart Shortcut বটন তৈরি করি এবং পিসি রিস্টার্ট করি আরও সহজ ভাবে । [ আশাকরি সবাই দেখবেন কাজের একটি পোস্ট ]

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে পোস্ট করছি এটা সত্যি খুব মজার একটি বিষয় , আমার যানি উইন্ডোজ এর সাথেই তো রিস্টার্ট বাটন আছে সেটা আমিও যানে কিন্তু কে না চাই একটু নতুন কিছু ব্যবহার করতে । আজকে আমি আপনাদের যে পধতি দিবো রিস্টার্ট বাটন তৈরি করতে এই দ্বারা আপনি ইছা করলে সময় নিধারিত করে দিতে পারেন মানে আপনি ভাবছেন এখুন থেকে ১০ কি ১৫ সেকেন্ড এর মধ্যে আপনার পিসি রিস্টার্ট হবে তাহলে সেটাই হবে । কি মনে হছে খুব মজার জিনিস আমার তো খুব ভাল লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাই । 

Screenshot_7


১ // প্রথম আপনি আপনার মাউস এর রাইট ক্লিক করুন আপনার পিসি ডেস্ক টপ এর উপরে , তারপর New এ ক্লিক করে Shortcut এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন …

Screenshot_1




২// এবার যে বক্স আসবে সেখানে এই কোড টি কপি করে পেস্ট করুন >> shutdown.exe -r -t 00 -f  তারপর Next এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন …

Screenshot_2



৩// উপরে সব ঠিক ভাবে করে Next এ ক্লিক করলেই নীচের মতো  আবারও একটি বক্স আসবে সেখানে Shut down পরিবর্তন করে সেখানে Restart লিখে Finsh এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন

Screenshot_3



৪// ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার ডেস্ক টপ এ দেখুন রিস্টার্ট বাটন চলে এসেছে তাতে ক্লিক করুন দেখুন রিস্টার্ট হবে । 


=>> এবার দেখে নিন কিভাবে সময় সেট করবেন মানে আপনি হয়তো ভাবছেন এখুন থেকে ১০ কি ২০ সেকেন্ড পর আপনার পিসি রিস্টার্ট করবেন তাহলে নীচের পধতি লক্ষ করুন । 

৫//  উপরের মতোই সব ঠিক করবেন শুধু আমি উপরে যে কোড দিয়েছি সেটি কে পরিবর্তন করুন মানে উপরের কোডে দেখুন shutdown.exe -r -t 00 -f  দুটি ০০ আছে সেটিকে মুছে সেখানে আপনি কতক্ষণ পর পিসি রিস্টার্ট করতে চান সেই টাইম বসান । 

=>> আপুন বাটন এর আইকন পরিবর্তন করে নিই আশাকরি আইকন পরিবর্তন করতে সবাই জানি তবে যারা নতুন তারা হয়তো জানেন না , দেখে নিন কিভাবে আইকন পরিবতন করবেন । 

৬// যে রিস্টার্ট বাটন এখুনি বানালেন তার উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন তারপর Change icon এ ক্লিক করে একটি আইকন পছন্দ করে ওকে করে দিন । নীচের চিত্রে দেখুন …

Screenshot_6


=>> ব্যাস কাজ শেষ তাহলে আজকের মতো এই পর্যন্ত সামনের দিনে দেখাবো কিভাবে Shut down বাটন বানাবেন । ভাল থাকবেন সুস্থ থাকবেন কোন সমস্যা হলে যাবেন আমি হেল্প করতে চেষ্টা করবো । আল্লাহ্‌ হাফেজ । 

image-DB23_50DDFD94