রবিবার, ২৪ মার্চ, ২০১৩

বাংলা টুলবার ব্যবহার করুন এবং ব্রাউজারেই শুনুন বাংলা FM রেডিও

এখন থেকে খুব সহজে ব্রাউজারের টুলবারে এফএম রেডিও শুনুন। এছাড়াও এই টুলবারে সংবাদপত্র পড়ার সুবিধা সহ আরও অনেক কিছু পাওয়া যাবে। যেসকল রেডিও শুনতে পারবেন তার মধ্যে রেডিও ফুর্তি, রেডিও আমার, রেডিও গুনগুন অন্যতম। এই টুলবারের সাহায্যে কোন ওয়েব সাইটে প্রবেশ করা ছাড়াই এক ক্লিকে রেডিও টিউন করা যাবে। যাদের লাইন 128 Kbps (16KBps) তারাও খুব সহজে শুনতে পাবেন।
এখন পর্যন্ত 4500+ ইউজার তাদের ব্রাউজারে ব্যবহার করছে এই টুলবার। আমার জানামতে, এটি সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি টুলবার।
এতে একত্রে আরো পাবেন, বাংলাদেশি সংবাদপত্রের লিংক, হিন্দী রেডিও, ফেসবুক, স্বয়ংক্রিয় ই-মেইল নোটিফিকেশন, শেয়ার বাজারের লিন্ক, সার্চবক্স, ফুটবল, গেম খেলা, ইউটিউব, ক্রিকইনফো, কুইক নোটপ্যাড, ক্যালকুলেটর এবং আবহাওয়ার তথ্য।

ডাউনলোড লিংক
www.banglatoolbar.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন