শুক্রবার, ১৮ মে, ২০১২

ব্রাউনংয়ের মতে জগতের প্রতি একমাত্র যুক্তিসঙ্গত মনোবৃত্তি হচ্ছে দ্বন্দ্বপরায়নতার।
যে মন নিয়ে প্রিয়ার সঙ্গে মেশা যায়, সে মন নিয়ে সাধারনের সঙ্গে মিশতে গেলে ভুল করা হবে। সাধারনের সঙ্গে সন্বন্ধ দ্বন্দ্বের, মিলনের নয়। এর কারন কি?
ব্রাউনিং বলবেন; জগৎ নিষ্ঠুর বলে।
আমরা বলবো; না, জগৎ আপনাকে আপনার নির্ধারিত মুল্যে গ্রহন করতে চায় না বলে। আপনি চান আপনার অবিমিশ্র প্রশংসা। জগৎ তা দিতে নারাজ। সে আপনাকে বাজিয়ে নিতে চায়। তাই আপনি এমন একটি সঙ্গিনী বেছে নিতে চান যিনি কেবল আপনার প্রশংসাই করবেন, ত্রুটির দিকে তাকাবেন না। এই সমালোচনাহীন প্রেম কিন্তু খুব প্রশংসনীয় ব্যাপার নয়। অপক্ষপাত সমালোচনার শীতল বাতাস সইতে পারা স্বাস্থ্যের লক্ষন। যার সে ক্ষমতা নেই সে দুর্বল, রুগ্ন। তার কাছ থেকে জগৎ তেমন কিছু আশা করতে পারে না।

.....shipon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন