কেমন আছেন সবাই। আশা করি ভাল। অনেক দিন পিসিহেল্প এ লিখছি।
তারপর নিচের ছবি খেয়াল করুন। Find Friends এ ক্লিক করুন।
তারপর নিচের ছবি খেয়াল করুন। View Sent Requests এ ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এই বার আপনি দেখুন কতজন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট পেন্ডিং করে রেখেছে। এক এক করে সব ফ্রেন্ড রিকুয়েস্ট বাদ করে দিন।
প্রথম দিকে কয়েকটা দেখাবে। একটু নিচে নামলে See More Request একটা লেখা থাকে সেখানে ক্লিক করুন।
এইটাতো গেল প্রথম কাজ। ২য় কাজ হল আপনাকে অনেকে বিভিন্ন ছবি ট্যাগ করে দেয়। পারলে এইসব ট্যাগ করা ছবি আনট্যাগ করে নিবেন। আর কেউ যদি কোন ছবি ট্যাগ করলে সাথে সাথে আনট্যাগ করে নিবেন।
আর যারা মানুষকে ছবি ট্যাগ করেন, তাদেরকে অনুরোধ করব, যত পারেন কম ট্যাগ করতে চেষ্টা করেন। আপনি হয়ত জানেন না এতে অনেকে বিরক্ত হয়।
আজ
একটি খুব গুরুত্বপূর্ণ পোস্ট লিখছি। কারণ এই সমস্যা সম্মুখীন অনেকেই হয়েছে।
আমি নিজেই অনেকের এই সমস্যার সমাধান করতে চেষ্টা করেছি। বর্তমানে অনেকের
ফেসবুক আইডি ব্লক হচ্ছে এবং হবে। এর কারণ ফেসবুকে অনেক বেশি ইউজার থাকার
কারণে তারা এখন ভুয়া আইডি বন্ধ করার চেষ্টা করতেছে। কিন্তু এর ফলে অনেক
আসল আইডিও ব্লক হয়ে যাচ্ছে। এই রকম অনেকেই আছে যাদের একটি নয়, কয়েকটি আইডি
ব্লক হয়েছে। এই বিষয় নিয়ে যারা এর সম্মুখীন হয়েছেন তারা খুব ভালোভাবে
উপলব্দি ও করেছেন। কিন্তু কিছু বিষয় খেয়াল করলে আপনি আপনার আইডি ব্লক হওয়া
থেকে বাঁচতে পারবেন।
আসুন তাহলে জেনে নিই। ফেসবুক যেকারনে আইডি ব্লক
করে তার মধ্য অন্যতম হচ্ছে অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট। কারণ আপনি যদি
বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান তাহলে ফেসবুক মনে করে আপনি ভুয়া। আর তার
চেয়েও বেশি দায়ী হল যেসব মানুষ এই ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করে না। কারণ
হল যদি আপনার পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট যদি বেশি পরিমাণ পেন্ডিং থাকে,
তাহলে আপনার আইডি আরও তাড়াতাড়ি ব্লক হবে। তাই এই পেন্ডিং ফ্রেন্ড
রিকুয়েস্ট গুলো বাদ দিলে আপনার আইডি অনেকটা ঝুঁকি মুক্ত হবে।
কিন্তু
এখন কথা হল আপনি তো জানেন না যে কে কে আপনাকে পেন্ডিং করে রাখছে!! অনেকেই
দেখি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেখতে বলে। কিন্তু এতে কোন লাভ হয় না। এখন
আমি আপনাদের খুব সহজে শিখিয়ে দিবো কিভাবে পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট
দেখবেন এবং পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট বাদ দিবেন।
ছবিতে লাল দাগ দেয়া জায়গায় ক্লিক করুন।তারপর নিচের ছবি খেয়াল করুন। Find Friends এ ক্লিক করুন।
তারপর নিচের ছবি খেয়াল করুন। View Sent Requests এ ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এই বার আপনি দেখুন কতজন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট পেন্ডিং করে রেখেছে। এক এক করে সব ফ্রেন্ড রিকুয়েস্ট বাদ করে দিন।
প্রথম দিকে কয়েকটা দেখাবে। একটু নিচে নামলে See More Request একটা লেখা থাকে সেখানে ক্লিক করুন।
এইটাতো গেল প্রথম কাজ। ২য় কাজ হল আপনাকে অনেকে বিভিন্ন ছবি ট্যাগ করে দেয়। পারলে এইসব ট্যাগ করা ছবি আনট্যাগ করে নিবেন। আর কেউ যদি কোন ছবি ট্যাগ করলে সাথে সাথে আনট্যাগ করে নিবেন।
আর যারা মানুষকে ছবি ট্যাগ করেন, তাদেরকে অনুরোধ করব, যত পারেন কম ট্যাগ করতে চেষ্টা করেন। আপনি হয়ত জানেন না এতে অনেকে বিরক্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন