মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

A.K Fazlul Huq


Sher - A - Bengla Abul Kashem Fazlul Huq (October 6, 1873 - April 7, at 1962), the politician. In the first half of the twentieth century, was known as a diplomat. Political corridors and common people of 'Sher - at - Bengali' and 'All that is known. 
 He served in many adhistana by the Mayor of Calcutta (1935), Prime Minister of undivided Bengal (1937 - 1943), Prime Minister of East Pakistan (1954), Pakistan's Interior Minister (1955), the Governor of East Pakistan (1956 - 1958) is one. He was one of the leaders in the yuktaphranta structure.
Early life :  
At. A. By 6 October 1873 in Barisal district phajaluka Rajapur police saturiya was born in the village and lost at home. He Kazi Wazed and saidunnesa khatunera I was the only son.

At. A. Phajaluka Haque primary education starts at home. He was later admitted to rural pathasalaya. House of the teachers in Arabic, Persian and Bengali languages ​​in education. Barisal Zilla School in 1881, he was admitted to the third category. Occupation of the eighth grade in 1886 and 1889 in the then Dhaka Fazlul Haque Entrance exam in the first section of the space.

Innings:
In 1897, TP from Ripon College, Kolkata Sir Ashutosh Mukherjee of the Calcutta High Court passed its own name as listed in the Novice. A. Phajaluka out. Sikhanabisa after two years as a direct act of 1900, he started his business. After the death of his father in 1901 and returned to Barisal Barisal to join the court.



Literature - Art - Culture: 
With the industry literature. A. Phajaluka Haque Barisal offer details. He started his own editing for kisoridera teenage "boy" was published in a magazine. Sometime later, he's "friend of India" is a weekly magazine published by the joint editors.

 
Juktophrant Structure:
4 December at 1953. A. Phajaluka Haque, Hossain Shahid Suhrawardy and Maulana Abdul Hamid Khan bhasanike consists of yuktaphranta. Yuktaphrantera a spokesman at the Weekly 'Nation' is a conversion of a daily newspaper. Taphajjala Hossain Manik Miah was the editor of the Nation.

Rabindranath Tagore

Rabindranath Tagore (May 7, 1861 - August 7, 1941). He was a leading Bengali poet, novelist, sangitasrasta, playwright, painter, chotagalpakara, essayist, actor, kanthasilpi and philosopher. The Bengali language is considered to be the greatest literary. Rabindranathake gurudeba, poet and bisbakabi abhidhaya is awarded. My two kabyagrantha 5, 38 plays, 13 novels and 36 articles, and other gadyasankalana his lifetime or after death is immediate. He has a total of 95 songs chotagalpa and 1915, respectively, have been included in galpaguccha and gitabitana group. 
All published and unpublished book Rabindranath Tagore start viewing messages composed of 3 volumes have been published. Addition of almost two thousand pictures emkechilena.

Rabindranath Tagore was born in a family of wealthy and cultured Brahmin Brahmo pirali. Eight years old when he began writing poetry at the age of seventeen years in the .
1878 to .1883 for the first time in England with his wife, the goddess of the mrnalini. Dirghajibane the trip several times, and bisbabhratrtbera across the world to promote the message of .1941 rogabhogera long after his death in Calcutta paternal basabhabanei.

Childhood and adolescence
Rabindranath Tagore was born in Calcutta Jorasanko thakurabarite. His father, Debendranath Tagore and the Brahmo dharmaguru mother goddess was saradasundari

Youth
Go for reading byaristari of England in 1878.was the first thing he braitanera a public school. in 1879 began to study law at University College London. To complete the study because he was attracted by the sahityacarcara.

Afterlife
In the last decade (193 and -1941), which total more than fifty books published. [88] The time kabyagranthagulira in particular postscript (193 in), the septet (1935), Shyamoli and patraputa (1936) - This prose-poem set of three.The literature on this phase of the experiment branch - of audit reports.

Ziaur Rahman

Lieutenant General Ziaur Rahman, (January 19, 1936 - May 30, 1981) was the seventh President, the army chief and a heroic freedom fighter. March 7, 1971, on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh from Chittagong Kalurghat radio stations and the letter at the time of the war against Pakistani forces. 
Bangladesh Government heroic gallantry, he was awarded the best khetabe. After the liberation of Bangladesh President Ziaur Rahman in 1977 and 1 April and 1 st September 1978, he founded the Bangladesh Nationalist Party. Four years after the Bangladesh government on May 30, 1981, killed in a failed military abhyutthane.
Birth and childhood:
Ziaur Rahman of Bangladesh on January 19 1936 in the village of Bogra district bagabari born. His name was Father and Mother's name was Mansur Rahman, Jahanara Khatun alias Rani. Five brothers Ziaur Rahman became the second. His father was working as a chemist in government offices in the city of Kolkata. Soon his childhood village of gold and time spent in the city of Kolkata.

Bangladesh Nationalist Party (BNP):
1st September 1978, General Ziaur Rahman, the Bangladesh Nationalist Party (BNP) established. The group is currently Chairperson Begum Khaleda Zia (Chairperson). President Zia in this group and this group was the first chairman of the co-ordinator. Professor at. FAQ. The community's first Secretary General was badaruddoja. How this group left, right and madhyapanthisaha all levels of people. The main features of the method were employed. Approximately 45% of the new members not only in politics, they were young. Ramna restaurant at 5pm on 1st September 1978 President Ziaur Rahman at a press conference at the Bangladesh Nationalist Party began a formal declaration read. 
In addition to the declaration at the crowded press conference about two hours out of the question. He said the new group as the chairman of the committee convenor of the first 18 people and 19 members of the 18 th September janasaha with 76 member committee convener announced. For reference,the BNP formed before February 1978 Nationalist Democratic Party (jagadala) another group vice-president Justice Abdus sattarake was made president. 8 August 1978, when a new team jagadalera extended meeting of the group and the group's announcement of the dissolved part of all members of the organization Ziaur Rahman declared the decision to join a new team. 
He is the President of the Parliamentary elections were held in 1979. In the Bangladesh Nationalist Party (BNP), which won 98 seats in the 07 then? The God of the Awami League-led 39 ukilaera Malek and Mizanur Rahman Chowdhury-led Awami League won the two seats. The National Socialist Party 8, the National Awami Party and the Democratic League 20 seats in the.

Maulana Abdul Hamid Khan Bhasani

Abdul Hamid Khan Bhasani (December 1, 1880 - November 17, 1976) is a grassroots politician in India and ganaandolanera binsasataki British hero, who in his lifetime in 1947 - and in 1971 caused Pakistan - Bangladesh has established an important role in politics. The people 'majaluma leader' hisabesamadhika known. Yuktaphranta constituting one of the main leaders of the 1954 century. Prominent role in establishing an independent Bangladesh. Most of the time, the political life of bamadhara maopanthi Communist politics was involved. He was on his way to the "Red Maulana" also called. [1] He was a prudent leader and part of dasakei ensure that Pakistan Bangladesh as part of an out-rastrakathamo. Pakistan's Western Conference in 1957 kagamari century rulers' oyalakumusasalama in the first hour bajiyechilena historical isolation of East Pakistan.
Biography

(1880-1929)
Maulana Abdul Hamid Khan Bhasani was born in the village of Sirajganj dhanagara. Some saraphata Ali Khan, his father's name. Maktaba of learning and teaching in a few days maktabei. 1897 AD Pir Syed nasiruddinera with the passage of Assam. . 1903 AD is associated with the terrorist movement. Isalamika education in the 1907 - Go to the deobanda. After two years of studying the asame returned. 1917 AD, when his lecture tour Mymensingh desabandhu cittaranjana Das was inspired by Bhasani. [In] 1919, the Congress and join the movement of non-cooperation movement khelaphata participate in the ten months in prison. Desabandhu cittaranjana Swaraj Party was formed when 19 of 3 Bhasani role in the organization of the team. 19 6 - The first farmers asame - the genesis of tenant causes. 19 and 9 - the Brahmaputra river in Assam dhubari launch a conference organized by the turning of the first farmers. Put his name from the "Moulana Bhasani". The word in its name at the end of the Bhasani.

Social Reforms

He has been involved in the politics of reparative activities. Educational institutions established asame 30. The College of Technical Education, Children's Center was founded by santose. The Maulana Mohammad Ali echarao kagamarite pancabibite College and College of the product.

Death

Dhaka Medical College Hospital on November 17, 1976 khrstabdera barenya leader of this country died. Gold is santose he said. Thousands of people coming from all over the country to participate in the janayaja.

Kazi Nazrul Islam


Kazi Nazrul Islam (May 4, 1899 - August 9, 1976). Leading Bengali poet, one of the most popular in the twentieth century poet, musician, sangitasrasta, philosopher, who Bengali kabye most known for leading roles with progressive motivation. He is one of the Bengali language literary, patriotic and national poet.'s National poet. West Bengal and Bangladesh - two banlatei His poems and songs are equally welcome. His poetry has been Unlabeled rebel visions of him as a rebel poet. Both poets, literary, musician, journalist, editor, politician and soldier as unfair and injustice against us was always loud. His poems and songs have been reflected in this manobhabai.

Agnibina into his hands, his expression like Comet. Black was born in a poor Muslim family. His primary education was religious. He also had a local mosque muyajjin. During adolescence yeye work with various theater groups in poetry, drama, and literature about the benefits of adequate knowledge. Indian army a few days after he chooses journalism as a profession.

He madhyabayase piksa dijije [1] are affected.
This may be disconnected from the amrtyu a work of art. At the same time lost his mental balance. The invitation came to Dhaka Bangladesh 197 in the families. The nationalities of the customers are provided. Here he died.

Bangabandhu Sheikh Mujibur Rahman


The history of 1920. Banghabandhu Shake Mujibur Rahman was born in the village of Gapalaganja Tungipara district. He was the undisputed leader, the President and the Prime Minister. In 1966, he was elected president of the Pakistan Aoumi Muslim Leag
.
He is a great leader Sheikh Mujibur Rahman was Banali everyone will accept. 
Sheikh Mujibur Rahman was the sister of six brothers and one sister, brother .4. Sheikh Mujib was the 3 rd child.
Ahamahada chapha said, "And the independence of Bangladesh Sheikh Mujibur Rahman, the two yamaya words. Complement one another and are the focus of our national history - resplendent in a undreamt of - kalantarera has started.
Jotanirapeksa conference was held in Algeria in 1973 bhasana by Sheikh Mujibur Rahman said, "The world today is divided into duibhage. Ekabhage absorber arekabhage exploited class. Groups have exploited
Cuban President Fidel Castro after the bhasanera Sheikh Mujibur Rahman said, "You know that bhasana diyecha, then carefully theko. Killed by a bullet not going to tell you that."

It is quite true 
August 15, 1975, Sheikh Mujibur Rahman is killed with family members. He reacted in different countries and their presidents. Below are some produce surpluses from some of the responses are similar. They have test Swapan Kumar, Senior sahasabhapati, by Biswanath, Sylhet. 

I can not believe the Bengalis were killed, who killed the sheik can work on any worst --- uilibanta Nobel Prize winners.
Stories harala the death of a great leader of the world's exploited people, I have a huge heart haralama a sincere friend - Fidel kastro.

The assassination banaladesai is not only cosmopolitan orphan lost a great son. - Jemasalamanda, English MP.
He almost three years as the chief of the Bangladesh government. Some members of the Army's ambitious 15 august 1975, he presented all his family members killed.

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

যুদ্ধাপরাধীদের বিচার

আমিও যুদ্ধাপরাধীদের বিচার চাই।
যুদ্ধাপরাধীরা কোন দলের নয়, কোন দেশেরও নয়।
যুদ্ধাপরাধী শুধু জামায়াতে নেই। আছে বিএনপি,
আওয়ামীলীগ আর বামদের সাথেও। যদি সত্যিকারের
যুদ্ধাপরাধীর বিচার করতে হয় তাহলে যুদ্ধাপরাধের
বিচার এত স্বল্প সময়েও শেষ হবে না। এ বিচার
হবে দীর্ঘমেয়াদী। শুধু মাত্র কতিপয় রাজনৈতিক
উদ্দেশ্য হাসিলের জন্য যদি এ ট্রাইবুনাল গঠিত হয়
তাহলে যুদ্ধাপরাধীদের সঠিক বিচার করা সম্ভব
হবে না। সঠিকভাবে যদি যুদ্ধাপরাধীদের বিচার
করতে হয়, তাহলে বাংলাদেশে যত
যুদ্ধাপরাধী আছে তাদের (আওমীলীগ,
বিএনপি বা বামদের দলে) তাদের ও বিচার
করতে হবে। জামায়াতের দু' একজনের বিচার
করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হতে পারে না।
বাংলাদেশে যেসব যুদ্ধাপরাধী আছে তাদের ও
এভাবে বিচার করতে হবে। হোক সে আমার বেয়াই,
হোক সে আমার দলের উচ্চপদস্থ কোন মন্ত্রী,
হোক না সে আমার নিকটতম আত্মীয়। তাদেরও
বিচার করতে হবে। বিচারের নামে প্রহশন
চলতে পারে না।
বাংলাদেশে এমন লোক
আছে যারা পাকিস্তানী হানাদার বাহিনীদের
প্রত্যক্ষভাবে সাহায্য না করলেও
পরোক্ষভাবে সাহায্য
করছে অথবা পাকিস্তানী হানাদার বাহিনীর কাছ
থেকে সাহায্য-সহযোগীতা পেয়েছে, তাদেরও বিচার
করতে হবে। '৭১এ পাকিস্তানী হানাদার বাহিনীদের
ব্যারাক বা ক্যাম্পে ছিল নিশ্চিন্তে তা্রাও
যুদ্ধাপরাধী। তাদের ও বিচার করতে হবে।
বিচার করতে হবে স্বাধীনতার পরে এদেশে যত
লোককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যত
নারীকে ধর্ষন করা হয়েছে। যত লোককে নি:স্ব
করা হয়েছে। তাদের বিচারও করতে হবে।
বিচার করতে হবে (১) সাগর-রুনীর হত্যার বিচার
(২) বিশ্বজিতের হত্যার বিচার (৩) ডা.
সাজিয়া আফরিনের ধর্ষণের বিচার (৪)
কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু রাব্বি হত্যার বিচার (৫)
পদ্মা সেতুর দূর্ণীতির জন্য প্রতিবাদ
করতে পারতাম (৬) বুয়েট সহ অন্যান্য
বিশ্ববিদ্যালয়ের দূর্নীতিবাজ ভিসির অপসারণ (৭)
তাজরীন গার্মেন্টস ১১০ জন সহ
পূর্বে আগুনে পোড়ার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের
বিচার (৮) সোনালী ব্যাংকের ৪০০০
কোটি টাকা লুটেরাদের বিচার (৯) শেয়ার বাজার
লুটেরা লোটা-কামাল, দরবেশদের বিচার (১০)
চট্টগ্রাম ফ্লাইওভার দূর্ঘটনার জন্য দায়ীদের
বিচার (১১) পরিমলদের মত যারা আছে তাদের
বিচার করতে হবে।
নিশ্চয়তা দিতে হবে দেশের সাধারণ
মানুষকে শান্তিতে থাকার নিশ্চয়তা।
শুধু মাত্র রাজনৈতক উদ্দেশ্য হাসিল করার জন্য দু'
একজনের বিচার করে ন্যায় বিচারের কার্য সম্পন্ন
হতে পারে না। ন্যায় বিচারের স্বার্থে এ
দেশে স্বাধীনতার পর থেকে যত অপরাধ সংগঠিত
হয়েছে। প্রত্যেক অপরাধের বিচার করতে হবেই হবে

সোমবার, ২১ মে, ২০১২

আমাকে একটি কথা দাও

জীবনানন্দ দাশ



আমাকে একটি কথা দাও যা আকাশের মতো
               সহজ মহৎ বিশাল,
গভীর - সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে
মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন:
আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর।
সেই রাত্রির নক্ষত্রালোকিত নিবিড় বাতাসের মতো;
সেই দিনের - আলোর অন্তহীন এঞ্জিন-চঞ্চল ডানার মতন
সেই উজ্জ্বল পাখিনীর - পাখির সমস্ত পিপাসাকে যে
অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিমশরীরিণী মোমের মতন।

কুড়ি বছর পরে

জীবনানন্দ দাশ



আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে!
অথবা নাইকো ধান ক্ষেতে আর,
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল!
জীবন গিয়েছে চলে আমাদের কুঁড়ি কুঁড়ি, বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু-সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের-আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
চোখের পাতার মতো নেমে চুপি চিলের ডানা থামে-
সোনালি সোনালি চিল-শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!

আমি যদি হতাম

জীবনানন্দ দাশ



আমি যদি হতাম বনহংস;
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে;
তাহলে আজ এই ফাল্পুনের রাতে
ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে
আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে
আকাশের রুপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম-
তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন-
নীল আকাশে খইক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা,
শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে
সোনার ডিমের মতো
ফাল্গুনের চাঁদ।
হয়তো গুলির শব্দঃ
আমাদের তির্যক গতিস্রোত,
আমাদের পাখায় পিস্‌টনের উল্লাস,
আমাদের কন্ঠে উত্তর হাওয়ার গান!
হয়তো গুলির শব্দ আবারঃ
আমাদের স্তব্ধতা,
আমাদের শান্তি।
আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না:
থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার;
আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে।

এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি

জীবনানন্দ দাশ



এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি — আমি হৃষ্ট কবি
আমি এক; — ধুয়েছি আমার দেহ অন্ধকারে একা একা সমুদ্রের জলে;
ভালোবাসিয়াছি আমি রাঙা রোদ, ক্ষান্ত কার্তিকের মাঠে — ঘাসের আঁচলে
ফড়িঙের মতো আমি বেড়ায়েছি — দেখেছি কিশোরী এস হলুদ করবী
ছিঁড়ে নেয় — বুকে তার লাল পেড়ে ভিজে শাড়ি করুন শঙ্খের মতো ছবি
ফুটাতেছে — ভোরের আকাশখানা রাজহাস ভরে গেছে নব কোলাহলে
নব নব সূচনার: নদীর গোলাপী ঢেউ কথা বলে — তবু কথা বলে,
তবু জানি তার কথা কুয়াশায় ফুরায় না — কেউ যেন শুনিতেছে সবি


কোন্‌ রাঙা শাটিনের মেঘে বসে — অথবা শোনে না কেউ, শূণ্য কুয়াশায়
মুছে যায় সব তার; একদিন বর্ণচ্ছটা মুছে যাবো আমিও এমন;
তবু আজ সবুজ ঘাসের পরে বসে থাকি; ভালোবাসি; প্রেমের আশায়
পায়ের ধ্বনির দিকে কান পেতে থাকি চুপে; কাঁটাবহরের ফল করি আহরণ
কারে যেন এই গুলো দেবো আমি; মৃদু ঘাসে একা — একা বসে থাকা যায়
এই সব সাধ নিয়ে; যখন আসিবে ঘুম তারপর, ঘুমাব তখন।

কারা কবে কথা বলেছিল

জীবনানন্দ দাশ



কারা কবে কথা বলেছিল,
ভালবেসে এসেছিল কাছে,
তারা নাই, তাদের প্রতীক হয়ে তবু
কয়েকটি পুরানো গাছ আছে;
নক্ষত্রেরা রয়ে গেছে নদীর ওপরে;
চারিদিকে প্রান্তর ও ঘাস;
দু'চারটে ঘরবাড়ি নীড় ও শিশির;
কূলে কূলে একলা আকাশ।


যারা ছিল তারা কেও নেই;
জীবন তবুও এক শান্ত বিপ্লবী;
স্থির আগুনের মতো অবিরল আলোক দিতেছে;
আলো ছাড়া দহে যার সবি।


নিশ্চিত মৃত্যুর শুন্য আঁধারের আগে
হে নিঃসঙ্গ বৃ্ক্ষ মনবিহঙ্গম তুমি,
দেখেছিলে জেনেছিলে ভালবেসেছিলে;
দ্রুত পরিবর্তনের পটভূমি
পৃথিবীতে মানুষের যাওয়াআসা তবু
শিগগিরই এ মাটির নিজের স্বভাবে
মিশে সব লোভ প্রেম যুক্তিহীন ধূলো হয়ে যাবে
প্রকৃতির কত শত অনন্ত অমিয়ে।

সোনালী ডানার শঙ্খচিল

জীবনানন্দ দাশ



মনে পড়ে সেই কলকাতা–সেই তেরোশো তিরিশ–
বস্তির মতো ঘর,
বৌবাজারের মোড়ে দিনমান
... ট্রাম করে ঘরঘর।
আমাদের কিছু ছিল না তখন
ছিল শুধু যৌবন,
সাগরের মতো বেগুনি আকাশে
সোনালি চিলের মন।

ছেঁড়া শাড়ি পরে কাটাইতে দিন

বাঁটনা হলুদ মাখা
বিভারানী বোস, তোমার দু হাতে
ছিল দুটো শাদা শাঁখা,
শাদা শাঁখা শুধু তোমার দু হাতে
জুটিত না তেল চুলে,
তবুও আমরা দিতাম আকাশে
বকের পাখনা তুলে।

জুটিত না কালি কলমে আমার

কাগজে পড়িত টান,
তোমার বইয়ের মার্জিনে, বিভা,
লিখিতাম আমি গান।
পাশের বাড়ির পোড়া কাঠ এনে
দেয়ালে আঁকিতে ছবি।
আমি বলিতাম–’অবন্তী-বিভা’,
তুমি শুধাইতে ‘ঈগল কবি’

চক্ষে তোমার মিঙ্ যুগ ভাসে

কাঙড়ার ছবি ঐ নীল চোখে
আমার হৃদয়ে অনুরাধাপুর
পুরানো ফরাসি গানের বোকে
সেদিন আমার পথে পথে হাঁটা
সেও তম্বুরা মান্ডলিন
তোমার সেদিন ঘর সিঁড়ি ভাঙা
বাংলার পট, পুরোনো চীন।

পৃথিবীর মুখে তুড়ি দিয়ে দিয়ে

দুইটি হৃদয় সেই
ডাল তেল নুন জোটে না যাদের
জামা-শাড়ি কিছু নেই,
তবুও আকাশ জয়ের বাসনা
দু:খের গুলি সে যেন ঢিল,
আমরা দুজনে বেগুনি আকাশে
সোনালি ডানার শঙ্খচিল—

শরীরের ক্ষুধা মাটির মতন

স্বপ্ন তখন সোনার সিঁড়ি,
মানুষ থাকুক সংসারে পড়ে
আমরা উড়িব পৃথিবী ছিঁড়ি।

সকাল হয়েছে: চাল নাই ঘরে,

সন্ধা হয়েছে: প্রদীপ নাই,
আমার কবিতা কেউ কেনে নাকো?
তোমার ছবিও ঘুঁটের ছাই?

ছ মাসের ভাড়া পড়ে আছে না কি?

ঘরে নাই তবু চাল কড়ি নুন?
আকাশের নীল পথে পথে তবু
আমার হৃদয় আত্তিলা হূণ
আকাশের নীল পথ থেকে পথে
জানালার পর জানালা খুলে
ভোরের মুনিয়াপাখির মতন
কোথায় যে দিতে পাখনা তুলে।

সংসার আজ শিকার করেছে

সোনালি চিলেরা হল শিকার,
আজ আমি আর কবিতা লিখি না
তুমিও তো ছবি আঁকো না আর।
তবুও শীতের শেষে ফাল্গুনে
মাতাল যখন সোনালি বন
তেরোশো তিরিশ—দারিদ্র্য সেই
ফিরে চাই আজ সে যৌবন।

ফিরে চাই আমি তোমারে আবার

আমার কবিতা, তোমার ছবি—
শুধাতাম আমি ‘অনুরাধাপুর’—
শুধাইতে তুমি ‘শকুন কবি’।
সেই-যে আকাশ খোঁজার স্বপ্ন
দুখের ছররা—সে যেন ঢিল,
আমরা দুজনে বেগুনি আকাশে
সোনালি ডানার শঙ্খচিল।

সবচেয়ে বড় শত্রু


 সবচেয়ে বড় শত্রু
.........shipu
  

জীবনে টি জিনিসই শিখেছি যে দুটিই আমার জীবনের সবচেয়ে বড় শত্রু  
- মানুষকে খুব সহজে বিশ্বাস করে তাকে সাহায্য করা,বিনিময়ে আমি হয়েছি প্রতারিত নিঃস্ব  
) লড়াই করে বাঁচতে শিখেছি কিন্তু আজ পর্যন্ত লড়াই আর শেষ হয়নি 
একটির পর একটি ঝড় এসে তছনছ করে দেয় যার পরে আমাকে আবার নতুন করে শুরু করতে হয়। 
'ভাগ্যর সহায়' বা 'সৌভাগ্য ' কি সেইটা আমি শুধু মানুষের মুখ থেকে শুনেছি কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে এমন কিছু পাইনি। তবুও বেঁচে আছি কারন আত্মহত্যা মহাপাপ , তাই বেঁচে থাকতে হয় যতক্ষণ না আমার স্বাভাবিক মৃত্যু না হয়





আমি তো বলিনি

আমি তো বলিনি

এলিনা নাহার



আমি তো বলিনি
রাস্তার পাশের ঐ সুন্দর বাড়িটার মত
আমার একটা বাড়ি চাই,
... শুধু বলেছি
পাশে রেখ সারাজীবন ।

আমি তো বলিনি
রুনা ভাবির মত
আমাকেও একটা স্বর্নের হার গড়ে দাও,
শুধু বলেছি
নীল পাড়ের একটা তাঁতের শাড়ি কিনে দিও ।

আমি তো বলিনি
আমার নিজেদের একটা গাড়ি চাই,
শুধু বলেছি
হুডখোলা রিকশায় রাতের আকাশ
দেখতে ভীষণ ভালো লাগে ।

আমি তো বলিনি
আমি পৃথিবী ঘুরতে চাই,
শুধু বলেছি
সামর্থ্য হলে একবার সাগর দেখিয়ে এনো ।

তবে কেন তোমার এই ব্যস্ততা,
উপরে উঠবার এই নেশা,
যে তোমাকেই হারিয়ে ফেলছি 'তোমার' থেকে!

কত ভালবাসি

কত ভালবাসি

কামিনী রায়




জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি-
"মা তোমারে কত ভালবাসি।"
"কত ভালবাস ধন ?" জননী সুধায়।
... "এ-তো-" বলি দুই হাত প্রসারি দেখায়।

"তুমি মা আমারে ভালবাস কত খানি ?"
মা বলেন, "মাপ তার আমি নাহি জানি।"
"তবু কতখানি, বল !" "যতখানি ধরে
তোমার মায়ের বুকে।" "নহে তার পরে ?"
"তার বাড়া ভালবাসা পারিনা বাসিতে"
"আমি পারি।" বলে শিশু হাসিতে হাসিতে।

এখনো তুমি

এখনো তুমি




ভালোবাসা বলতে এখনো তোমাকেই বুঝি
ঘৃণা বলতে এখনো তোমাকে
সংসার বলতে এখনো তোমাকে বুঝি
সুখ বলতেও আমি এখনো তোমাকে
কত টুকু পশু আছে, কতটা হিংস্রতা
কতটা দানব থাকে একজন মানুষের দেহে
তোমাকে আমল ছুঁয়ে যেনে, আমি সমস্ত জেনেছি
তোমার তকের নিচে কত টুকু ক্লেদ
কতটা দ্রুদতা
চোখের তারায় তুমি কতটা রুখ পাপ
শরীলের ঘ্রাণ শুকে শুকে আমি সকল বুঝেছি
স্বপ্ন বলতে এখনো তোমাকেই বুঝি
কষ্ট বলতে এখনো তোমাকে
চুম্বনে তোমার লালা থেকে চুষে নেই
সংক্রামক ব্যাধি

তোমাকে আরোগ্য করি
তোমাকে শুশ্রূষা করি
তোমাকে নির্মাণ করি আমার বিনাশে
জীবন বলতে এখনো তোমাকে বুঝি
মৃত্যু বলতেও আমি এখনো তোমাকে।

আমার ভাঙ্গা কান্নাগুলো

আমার ভাঙ্গা কান্নাগুলো

তাসলিম রেজা



তাহাকে ভালবাসিবার লোভ আমি সামলাইয়াছি
যখন আদি-অন্তের সেতুর মাঝখানে দাঁড়াইয়া
ভালবাসার পদ্ম-জলে দেখিয়াছি
... লাল-লাল নীল-নীল ছোপ-ছোপ স্বার্থ!
যে চলিয়া যাইবে তাহাকে জড়াইয়া রাখিবার স্বার্থ নয়
এই স্বার্থ যে চলিয়া গেল তাহার মঙ্গল কামনায় প্রদীপ জ্বালাইবার
অথবা তাহার রাখিয়া যাওয়া ছায়া-অনলে নিজে জ্বলিবার।
স্মৃতিরা আজন্ম জ্বলিয়াই গেল, তবু ছাই হইল না

উর্বর দেহ-জমিনে বালুকা-মন লইয়া যাহারা চলিল
তাহারা প্রেমিক
প্রেমিকদের ভালবাসা ঘন্টাব্যাপী বিছানা ভ্রমণ
প্রেমিকদের চুম্বনের দাগ স্নানের প্রথম জলেই খসিয়া যায়
তাহাকে প্রেমিক প্করিবার সকল আয়োজন বিসর্জন দিয়াছি
যখন দেখিয়াছি হৃদয় হইতে তাহার দেবতা প্রিয় হাস্য মুখ
জীবনব্যাপী বরষার জলেও মুছিবে না

আমি সহস্র পুরুষের শার্টের কামুক গন্ধ নাকে শোঁকাইয়া বলি নাই
আমি সাধু
আমি একজন পুরুষের এক মুঠো ভালবাসা চাহিবার দন্ডে দন্ডিত
যাহার কাছে গোটা পৃথিবী এক খাঁচা শূন্য কারাগার, তাহাকে
প্রভু কোন কারাগারের ভয় দেখাইলেন তবে?
... আমার ধারাল কষ্টে হৃদয় ফাড়িয়া ছিন্ন, আর আমি বসিয়া কান্না ভাঙ্গি
যখন আমার ভাঙ্গা কান্না আরও ভাঙ্গিল, কান্নার টুকরা সাজাইয়া লিখিলাম-
তাহাকে ভালবাসিব বলিয়াই ভাল না বাসিবার শপথ; অস্থি-মাংস-মজ্জায়......

এক জন্ম

এক জন্ম

তারাপদ রায়



অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু'জনেই দুজনকে বলবো,
'অনেকদিন দেখা হয়নি'।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।

ক্ষয়ে যাওয়া চাঁদ জানে

ক্ষয়ে যাওয়া চাঁদ জানে

নিলয় আহসান



ক্ষয়ে যাওয়া চাঁদ জানে,

জানে রাতের শুকতারা, বিরোহিনী রাত জানে,
জানে প্রানের নীল ভোমরা, চাওয়া আমার সবে জানে,
জানেনা তোমার হ্র্দয় অফিসের ডাকহরকরা।
...
শিউলি ফুল ও জানে,
জানে ওই ঝরা পাতা,
প্রেম উপন্যাসের মলাট জানে,
জানে ভালোবাসার কাব্য খাতা,
চাওয়া আমার সবে জানে,
জানেনা তোমার খামকেয়ালি শুভ্র তারা।

বনের টিয়া ও জানে,
জানে খেয়ার মাঝি,
আকাশ ঝরা বৃষ্টি ও জানে,
জানে প্রেমিকের আঁখি,
চাওয়া আমার সবে জানে,
জানেনা তোমার আঙর ভাঙা চোখের জলেরা।

ভালোবাসা খুব ব্যথার নকশা,
আঁকা-আঁকি সারাবেলা,
খই ফোটা ভোর নীলিমায় হারায়্,
ক্যানভাস তবু ছন্নছেড়া।

শুক্রবার, ১৮ মে, ২০১২

আবার আসিব ফিরে

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শাঁখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস কোনো- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কল্মীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউএ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।
ব্রাউনংয়ের মতে জগতের প্রতি একমাত্র যুক্তিসঙ্গত মনোবৃত্তি হচ্ছে দ্বন্দ্বপরায়নতার।
যে মন নিয়ে প্রিয়ার সঙ্গে মেশা যায়, সে মন নিয়ে সাধারনের সঙ্গে মিশতে গেলে ভুল করা হবে। সাধারনের সঙ্গে সন্বন্ধ দ্বন্দ্বের, মিলনের নয়। এর কারন কি?
ব্রাউনিং বলবেন; জগৎ নিষ্ঠুর বলে।
আমরা বলবো; না, জগৎ আপনাকে আপনার নির্ধারিত মুল্যে গ্রহন করতে চায় না বলে। আপনি চান আপনার অবিমিশ্র প্রশংসা। জগৎ তা দিতে নারাজ। সে আপনাকে বাজিয়ে নিতে চায়। তাই আপনি এমন একটি সঙ্গিনী বেছে নিতে চান যিনি কেবল আপনার প্রশংসাই করবেন, ত্রুটির দিকে তাকাবেন না। এই সমালোচনাহীন প্রেম কিন্তু খুব প্রশংসনীয় ব্যাপার নয়। অপক্ষপাত সমালোচনার শীতল বাতাস সইতে পারা স্বাস্থ্যের লক্ষন। যার সে ক্ষমতা নেই সে দুর্বল, রুগ্ন। তার কাছ থেকে জগৎ তেমন কিছু আশা করতে পারে না।

.....shipon
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার।
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের--আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে।

জীবন গিয়েছে চ'লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার,-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার।

তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে।
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-

সোনালী সোনালী চিল--শিশির শিকার ক'রে নিয়ে গেছে তারে-
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২

Take Me to Your Heart


Take Me to Your Heart
Hiding from the rain and snow
Trying to forget but I won’t let go.
Looking at a crowded street
Listening to my own heart beat
So many people all around the world
Tell me where do I find
Someone like your girl.
Take me to your heart
Take me to your Soul

Give me your hand before I’m old
Show me what love is
Haven’t got a clue
Show me that wonders can be true
They say nothing last forever
We’re only here today
Love is now or never
Bring me for away
Take me to your Heart
Take me to your Soul

Give me your hand and hold me
Show me what love is
be my guiding star It’s easy
Take me to your heart
Standing on a mountain high
Looking at the moon through a clear blue sky
I should and see some friends
But they don’t really comprehend
Don’t need too much talking
Without saying anything
All I need is someone
who makes me want to sing
Take me to your heart
Take me to your soul
Give me your hand before I’m old
Show me what love is
haven’t got a clue
Show me that wonders can be true
They say nothing lasts forever
We’re only here today
Love is now or never
Bring me far away
 Take me to your heart
Take me to your soul

Give me your hand and hold me
Show me what love is
Be my guiding star
It’s easy
Take me to your heart
Take me to your soul
Give me your hand and hold me
Show me what love is
Be my guiding star
It’s easy
Take me to your heart

Karaoke: http://shipon-barua.blogspot.com



শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

HAPPY NEW YEAR 2012

               HAPPY NEW YEAR 2012          




"Happy Last Night of 2011"
May today’s sun set with a lot of happiness and 2012′s Morning 

brings a lot of successes and uncounted happiness in our life.


HAPPY NEW YEAR 2012