মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

আপনার কিবোর্ড কি কথা বলে? আমার টা তো বলে ! মাত্র ৬৬৮ কেবি। Talking Keys

আশাকরি নিশ্চই আপনার সবাই ভাল আছেন । অনেক দিন পর লিখতেছি । সময় পাচ্ছি না, তাই লিখা হচ্ছেনা। এখন থেকে নিয়মিত লিখব। তো সোজা কাজে আসা যাক। প্রথমে এখান থেকে ডাউন লোড করে নিন Talking Keys.   সেটআপ করুন আর দেখুন আপনার কিবোর্ড কথা বলতেছে। rar ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন- shipon/rubel
Untitled-1
তাহলে আর দেরি কেন? এখনি ডাউনলোড করে নিন।

এবার আপনার ব্রাউজার হয়ে যাবে IOS 7 স্টাইলের!

সবাই কিরাম আছেন? আশা করি ভালই আছেন। আমিও মন্দ নেই। আজ আপনাদের সাথে আমি অসাধারন একটা বিষয় নিয়ে আলোচনা করব। পোস্টার টাইটেল দেখা অবশ্যই ইতিমধ্যেই জেনে গেছেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে আইওএস ৭ একটি জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যাপেল প্রেমিকদের কাছে। অনেকেই ভাবেন যে আমিও যদি এটি ব্যবহার করতে পারতাম! হ্যাঁ আপনিও পারবেন এটি ব্যবহার করতে তবে, এর জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতে হবে। আর এটি ক্রোম এরই একটা এক্সটেনশন।
tech tutorial
যা ব্যবহারের মাধ্যমে আপনি পাবেন ফুল IOS 7 আউটলুক। আপনি যখন নতুন ট্যাব খুলবেন ক্রোমে তখন আপনার সামনে নতুন ধরনের একটা পেজ আসবে যার আউটলুক হবে পুরোপুরি আইওএস ৭ এর মতন। এখানে আপনি নতুনভাবে আপনার পছন্দের ওয়েবসাইট যোগ করে নিতে পারবেন। নিচের মেনুবার থেকে App Store এ গিয়ে আপনি আপনার পছন্দের অ্যাপস টিও যোগ করে নিতে পারেন। এ ছাড়াও রয়েছে সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আপনার মনমত আইকন সেট করতে পারবেন আইকন ইমপোর্ট ও এক্সপোর্ট করতে পারবেন ডিলিট করতে, আইকনের জায়গা পরিবর্তন ও আরো আছে অনেক ফিচার।

এ সম্পর্কিত কিছু ছবি:

tech tutorial
tech tutorial
tech tutorial
 এর ডেমো চাইলে আপনি এইখানের লিংকে গিয়েও দেখে নিতে পারেন। অথবা নিচের ভিডিও সাহায্যে নিতে পারেন।
Download This Extension
তাহলে আর দেরি কেন? যার যার দরকার নিয়ে নেন। IOS7 না চালাতে পারেন কিন্তু এর বিকল্প তো রয়েছে। কিছু না হোক কথায় আছে না দুধের স্বাদ ঘোলে তো মিটানো এই। তাই কিছু না পেয়েও কিন্তু আইওএস ৭ এর মতন অনেক কিছুই কিন্তু পাচ্ছেন। আর পুরোপুরি চাইলে আইফোন ছারা উপায় নাই। আর ফ্রি জিনিসের এর থেকে বেশি কিছু আশা করা ঠিক না। অনেক কথা বলে ফেললাম। এইটি আমি নিজেও ব্যবহার করতেছি আমার কাছে তো ভালো লাগছে, তাই টিউটোরিয়ালটি শেয়ার করলাম। খন আপনাদের উপকারে আসলেই আমার এই লেখা সার্থক। কোন সমস্যা হলে জানাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগল আপনার কাছে এ বিষয়টি। সবাই ভাল থাকবেন।


আমি  আপনাদের সাথে অসাধারন একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে আইওএস ৭ একটি জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যাপেল প্রেমিকদের কাছে। অনেকেই ভাবেন যে আমিও যদি এটি ব্যবহার করতে পারতাম! হ্যাঁ আপনিও পারবেন এটি ব্যবহার করতে তবে, এর জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতে হবে। আর এটি ক্রোম এরই একটা এক্সটেনশন।

                                         Ios 7

যা ব্যবহারের মাধ্যমে আপনি পাবেন ফুল IOS 7 আউটলুক। আপনি যখন নতুন ট্যাব খুলবেন ক্রোমে তখন আপনার সামনে নতুন ধরনের একটা পেজ আসবে যার আউটলুক হবে পুরোপুরি আইওএস ৭ এর মতন। এখানে আপনি নতুনভাবে আপনার পছন্দের ওয়েবসাইট যোগ করে নিতে পারবেন। নিচের মেনুবার থেকে App Store এ গিয়ে আপনি আপনার পছন্দের অ্যাপস টিও যোগ করে নিতে পারেন। এ ছাড়াও রয়েছে সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আপনার মনমত আইকন সেট করতে পারবেন আইকন ইমপোর্ট ও এক্সপোর্ট করতে পারবেন ডিলিট করতে, আইকনের জায়গা পরিবর্তন ও আরো আছে অনেক ফিচার।
এর ডেমো চাইলে আপনি এইখানের লিংকে গিয়েও দেখে নিতে পারেন। ভিডিও সাহায্যে নিতে পারেন
DOWNLOAD
তাহলে আর দেরি কেন? যার যার দরকার নিয়ে নেন। IOS7 না চালাতে পারেন কিন্তু এর বিকল্প তো রয়েছে। কিছু না হোক কথায় আছে না দুধের স্বাদ ঘোলে তো মিটানো এই। তাই কিছু না পেয়েও কিন্তু আইওএস ৭ এর মতন অনেক কিছুই কিন্তু পাচ্ছেন। আর পুরোপুরি চাইলে আইফোন ছারা উপায় নাই। আর ফ্রি জিনিসের এর থেকে বেশি কিছু আশা করা ঠিক না। অনেক কথা বলে ফেললাম। এইটি আমি নিজেও ব্যবহার করতেছি আমার কাছে তো ভালো লাগছে, তাই টিউটোরিয়ালটি শেয়ার করলাম। খন আপনাদের উপকারে আসলেই আমার এই লেখা সার্থক। কোন সমস্যা হলে জানাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগল আপনার কাছে এ বিষয়টি। সবাই ভাল থাকবেন।

ডাউনলোড করুন মাদারবোর্ডের সিডি…

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজ এই অতি গুরুত্বপূর্ণ পোষ্ট টি শেয়ার করছি। 
Driver-Realtek-ALC1200-Audio-Asus-P5Q-WinXP-32bit-64bit-Motherboard
আজ আপনাদের সাথে অনেক অনেক দরকারি একটি বিষয় নিয়ে কথা বলব তা হল মাদার বোর্ড এর সিডি নিয়ে, আমরা সবাই তো তো আর কম্পিউটার নতুন কিনি না তাই অনেক সময় মাদার বোর্ড এর সিডি পাই না আবার অনেক সময় তা হারিয়েও যায় কিন্তু অপারেটিং সিস্টেম দেওার পর মাদার বোর্ড এর সিডি ছাড়া তো কাজ ও করা যায় না।আপনার এই সমস্যার সমাধান হয়তো দিতে পারে আমার এই পোষ্ট। এর ভিতর থাকে  সাইন্ড কার্ডের মত দরকারি ড্রাইভার যা ছাড়া কম্পিউটার চালানো যায় না। সেক্ষেত্রে ব্যবহারকারীর ভোগান্তির শেষ থাকে না।
এ ধরনের ক্ষেত্রে আপনি যে কোম্পানীর ডিভাইস ব্যবহার করছেন সেই কোম্পানীর ওয়েবসাইটে গিয়ে ড্রাইভার সংগ্রহের চেষ্ঠা করুন। আপনার মতো আরও অসংখ্য ব্যবহারকারীর সাহায্য করার জন্য কোম্পনীগুলো সাধারণত তাদের ওয়েবসাইটে ড্রাইভার ডাউনলোডের সুবিধা রাখে। এছাড়াও ইন্টারনেটে বহু ওয়েব সাইট রয়েছে যারা বিভিন্ন ধরনের ড্রাইভার ডাউনলোডের সুবিধা দিয়ে থাকে। সেখান থেকেও আপনি সাইন্ড কার্ডসহ অন্যান্য ডিভাইসগুলোর ড্রাইভার সংগ্রহ করে নিতে পারেন।
একেবারে আনাড়ি হলে ইন্টারনেটে www.google.com  এ গিয়ে এর সার্চ বক্সে আপনার মাদারবোর্ডের নাম লিখে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে উক্ত ড্রাইভারটি ডাউনলোড করার সাইট আপনি পেয়েও যেতে পারেন। ড্রাইভার ডাউনলোডের উল্লেখযোগ্য কয়েকটি সাইটের মধ্যে আছে:
2013-11-04_034928এখানে কিছু সাইট এর কথা বলা হল আপনি চাইলে ডাওনলোড করে নিতে পারেন।আর আপনার বন্ধুদের সাথে ফেসবুকে এই পোষ্ট টি শেয়ার করুন এতে হয়তো তার এই সমস্যা টি সে সমাধান করতে পারবে। কারন অনেকেই তো এই ব্লগ ভিজিট করে না।

আর একটি কথা হল আপনারা যারা তাঁদের মাদারবোর্ডের নাম জানেন না, তারা run অপশন এ গিয়ে টাইপ করুন dxdiag এরপর এন্টার প্রেস করুন। মাদারবোর্ডের মডেল সহ অনেক কিছু দেখতে পারবেন ।
আশা করি এই পোষ্ট টি আপনার কাজে আসবে।এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না।
আরেকটি কথা এই পোষ্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন,কৌতুহল,জিজ্ঞাসা বা অন্য যেকোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন বা ফেইসবুকে ইনবক্স করুন।
facebook page . www.facebook.com/shiponb1


▫▪আপনারা সবাই ভাল থাকুন;আমাদের সাথে থাকুন,নিজে জানুন অন্যকে জানান।▪▫

avast! Internet Security 2014। সাথে ২০১৬ পর্যন্ত লাইসেন্স ফাইল একদম ফ্রি!!

কেমন আছেন বন্ধুরা ? আশা করি ভাল আছেন

ভাল না থাকলেও আজকের পোস্ট দেখে নিশ্চয় ভাল হয়ে যাবেন হাহাহ :lol: কারণ আজ দিচ্ছি avast! Internet Security 2014। এবং সাথে ২০১৬ পর্যন্ত লাইসেন্স ফাইল !  :roll:   তাও একদম ফ্রি তে !!  ;-) বিশ্বাস হচ্ছেনা না কি ? বিশ্বাস না হওয়ার কোন কথা না আসলেই আমি সত্যি বলছি ;-)
avast-2014 ww
অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটির নিয়ে কিছু বলতে হবে আপনাদের ? যদি বলেন তাহলে বলি?  8-) আমি জানি আপনারা বলেবেন না অ্যাভাস্ট নিয়ে কিছু বলার প্রয়োজন নাই :P বলবেন যেটা তা হল ভাই ডাউনলোড লিংক দেন কিচ্ছা শুনতে চাই না :-D   যাইহোক আমিও হেন তেন এটা সেটা বলে পোস্ট লম্বা করতে চাই না !
প্রথমে =এখান= থেকে avast! Internet Security 2014  ৩০ দিনের ট্রায়েল ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে নরমাল নিয়মে ইন্সটল করুন পিসি বা ল্যাপটপে।
এখন নিচে দেয়া ২ টা লিংক থেকে (avast!2014 BIM) নামে লাইসেন্স ফাইল টি ডাউনলোড করে নিন
ডাউনলোড লিংক ১ > ziddu.com
ডাউনলোড লিংক ২ > arabloads.com
এখন অ্যাভাস্ট রেজিস্ট্রেশন অংশে যাবেন এবং>> insert license file << ক্লিক করে ডাউনলোড করা লাইসেন্স ফাইল ( avast!2014 BIM) টা লোড করে দিন অ্যান্ড ইঞ্জয় করুন avast! Internet Security 2014 ২ বৎসর ২০১৬ পর্যন্ত  :-D !!
যারা এখন ও বুঝতে পারতেছেন না কেমন করে অ্যাভাস্ট রেজিস্ট্রেশন করবেন লাইসেন্স ফাইল দিয়ে আপনারা নিচের চিত্র দেখুন, আশা করি বুঝতে পারবেন ।
untitled aaaa 11
খুশি তো ? আর যদি কোন প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো ! যদি না জানান তাহলে সমাধান কেমনে দিব বলেন ? তাহলে পোস্ট টা কেমন লাগল , বা অ্যাভাস্ট ২০১৪ সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলেও জানাবেন নিচের কমেন্ট বক্সে :)