আমিও যুদ্ধাপরাধীদের বিচার চাই।
যুদ্ধাপরাধীরা কোন দলের নয়, কোন দেশেরও নয়।
যুদ্ধাপরাধী শুধু জামায়াতে নেই। আছে বিএনপি,
আওয়ামীলীগ আর বামদের সাথেও। যদি সত্যিকারের
যুদ্ধাপরাধীর বিচার করতে হয় তাহলে যুদ্ধাপরাধের
বিচার এত স্বল্প সময়েও শেষ হবে না। এ বিচার
হবে দীর্ঘমেয়াদী। শুধু মাত্র কতিপয় রাজনৈতিক
উদ্দেশ্য হাসিলের জন্য যদি এ ট্রাইবুনাল গঠিত হয়
তাহলে যুদ্ধাপরাধীদের সঠিক বিচার করা সম্ভব
হবে না। সঠিকভাবে যদি যুদ্ধাপরাধীদের বিচার
করতে হয়, তাহলে বাংলাদেশে যত
যুদ্ধাপরাধী আছে তাদের (আওমীলীগ,
বিএনপি বা বামদের দলে) তাদের ও বিচার
করতে হবে। জামায়াতের দু' একজনের বিচার
করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হতে পারে না।
বাংলাদেশে যেসব যুদ্ধাপরাধী আছে তাদের ও
এভাবে বিচার করতে হবে। হোক সে আমার বেয়াই,
হোক সে আমার দলের উচ্চপদস্থ কোন মন্ত্রী,
হোক না সে আমার নিকটতম আত্মীয়। তাদেরও
বিচার করতে হবে। বিচারের নামে প্রহশন
চলতে পারে না।
বাংলাদেশে এমন লোক
আছে যারা পাকিস্তানী হানাদার বাহিনীদের
প্রত্যক্ষভাবে সাহায্য না করলেও
পরোক্ষভাবে সাহায্য
করছে অথবা পাকিস্তানী হানাদার বাহিনীর কাছ
থেকে সাহায্য-সহযোগীতা পেয়েছে, তাদেরও বিচার
করতে হবে। '৭১এ পাকিস্তানী হানাদার বাহিনীদের
ব্যারাক বা ক্যাম্পে ছিল নিশ্চিন্তে তা্রাও
যুদ্ধাপরাধী। তাদের ও বিচার করতে হবে।
বিচার করতে হবে স্বাধীনতার পরে এদেশে যত
লোককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যত
নারীকে ধর্ষন করা হয়েছে। যত লোককে নি:স্ব
করা হয়েছে। তাদের বিচারও করতে হবে।
বিচার করতে হবে (১) সাগর-রুনীর হত্যার বিচার
(২) বিশ্বজিতের হত্যার বিচার (৩) ডা.
সাজিয়া আফরিনের ধর্ষণের বিচার (৪)
কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু রাব্বি হত্যার বিচার (৫)
পদ্মা সেতুর দূর্ণীতির জন্য প্রতিবাদ
করতে পারতাম (৬) বুয়েট সহ অন্যান্য
বিশ্ববিদ্যালয়ের দূর্নীতিবাজ ভিসির অপসারণ (৭)
তাজরীন গার্মেন্টস ১১০ জন সহ
পূর্বে আগুনে পোড়ার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের
বিচার (৮) সোনালী ব্যাংকের ৪০০০
কোটি টাকা লুটেরাদের বিচার (৯) শেয়ার বাজার
লুটেরা লোটা-কামাল, দরবেশদের বিচার (১০)
চট্টগ্রাম ফ্লাইওভার দূর্ঘটনার জন্য দায়ীদের
বিচার (১১) পরিমলদের মত যারা আছে তাদের
বিচার করতে হবে।
নিশ্চয়তা দিতে হবে দেশের সাধারণ
মানুষকে শান্তিতে থাকার নিশ্চয়তা।
শুধু মাত্র রাজনৈতক উদ্দেশ্য হাসিল করার জন্য দু'
একজনের বিচার করে ন্যায় বিচারের কার্য সম্পন্ন
হতে পারে না। ন্যায় বিচারের স্বার্থে এ
দেশে স্বাধীনতার পর থেকে যত অপরাধ সংগঠিত
হয়েছে। প্রত্যেক অপরাধের বিচার করতে হবেই হবে